সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শরণার্থী সমাচার / টেকনাফ ও উখিয়া সীমান্ত থেকে ৯১ জন রোহিঙ্গা নাগরিককে পুশব্যাক

টেকনাফ ও উখিয়া সীমান্ত থেকে ৯১ জন রোহিঙ্গা নাগরিককে পুশব্যাক

 

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের নাগরিক ৯১ জন রোহিঙ্গা মুসলিমকে পুশব্যাক করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার সকাল পর্যন্ত সময়ে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।

কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মনজুরুল আহসান জানান, শনিবার সন্ধ্যায় উখিয়া থানার পুলিশ কুতুপালং এলাকা থেকে ৭১ অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। শনিবার রাতেই মানবিক সহায়তা দিয়ে এসব রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

অপরদিকে, টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম আরিফুল ইসলাম জানান, শাহপরীরদ্বীপ ও দমদমিয়া পয়েন্ট দিয়ে মিয়ানমারের ২০ নাগরিককে নাফ নদী দিয়ে পুশব্যাক করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/