টেকনাফ সমুদ্র সৈকতে ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় যুবলীগ নেতাকে ছুরিকাঘাতের মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে পুলিশ। ধৃত আসামী হচ্ছে সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া এলাকার নুরুল ইসলামের (সাবেক মেম্বার) এর ছেলে আরিফুল ইসলাম।
মডেল থানার উপ পরিদর্শক সানাউল ইসলাম গত শনিবার রাতে টেকনাফ পৌর যুবলীগ এর পাঁচ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি শামসুদ্দিনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য ২২ জুলাই সন্ধায় টেকনাফ সমুদ্র সৈকতে স্বপরিবারে ভ্রমণে গেলে মহেষখালীয়া পাড়ার কতিপয় যুবক কর্তৃক নারীদের ইভটিজিং করার সময় বাঁধা দিয়ে উত্ত্যাক্তকারী যুবকরা শামসুদ্দিনকে ছুরিকাঘাতে মারাত্মক আহত করেছিল।
এদিকে শামসুদ্দিন জনিয়েছে থানায় মামলা দায়ের করায় আসামীরা বিভিন্ন ভাবে তাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
You must be logged in to post a comment.