Home / প্রচ্ছদ / তীব্র গরমের সাথে বাড়ছে লোডশেডিং : বিপাকে ব্যবসায়ীরা

তীব্র গরমের সাথে বাড়ছে লোডশেডিং : বিপাকে ব্যবসায়ীরা

ঈদগাঁওতে লোডশেডিং-এ জনজীবন অতিষ্ট

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

সাম্প্রতিক সময়ে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। এ নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীসহ বিদ্যুৎ নির্ভর মানুষজন।

জানা যায়, জেলা সদরের ঈদগাঁও বাজার সহ তৎসংলগ্ন এলাকা সমূহে দিবারাত্রি একাধিকবার বিদ্যুৎতের লোডশেডিং দেখা দেয়। এতে করে ঈদগাঁও বাজার ও পাশ্ববর্তী উপ বাজারের ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করতে নানা ভাবে হিমশিম খাচ্ছে। পাশাপাশি কম্পিউটার, ফটোকপি সহ বিদ্যুৎতের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে। আবার বৃহত্তর এলাকার বাসাবাড়ীর ফ্রিজে রক্ষিত মাছ-মাংস ও অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার উপক্রম শুরু হয়েছে। এমনকি হাসপাতাল বা ক্লিনিকের ফ্রিজে রক্ষিত দামী ঐষুধ ও ইনজেকশন নষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে সারাদিন ক্লান্ত শরীর নিয়ে কাজকর্ম সেরে বাড়ীতে গিয়ে পরিবার কিংবা ছেলে মেয়ে নিয়ে ঘুমাতে গেলেও বিদ্যুৎতের লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে ঘরমুখী লোকজনদেরকে।

সচেতন মহলের মতে, অবিলম্বে ঈদগাঁও এলাকাতে লোডশেডিং থেকে মুক্তি দেওয়ার আহবান কর্তৃপক্ষের নিকট। এ ব্যাপারে বাজারের ব্যবসায়ী আরিফ উল্লাহ জানান, প্রতিমাসে বিদ্যুৎ বিল ঠিকই থাকে, কিন্তু লোডশেডিং চরম আকার বর্তমানে।

কাপড় ব্যবসায়ী নুরুল আবছার জানান, দৈনিক ৭/৮ বার বিদ্যুৎ লোডশেডিং চলে এ বাজারে। নিউ মার্কেটের এক কম্পিউটার ব্যবসায়ীর মতে, ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারণে কম্পিউটারে অনেক কিছু নষ্ট হয়ে যায়। কয়েক গৃহীনির মতে, দিবারাত্রী লোডশেডিংয়ের কারনে নানা ভাবে বিপাকে পড়ছে তারা।

এ বিষয়ে জানতে পবিস কর্তৃপক্ষের ঈদগাঁও অফিসের নির্ধারিত নাম্বারে সংযোগ না পাওয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

%d bloggers like this: