নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পতন হলেও দেশে নানা অরাজকতা, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এবার শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশকে পুনর্গঠনে নেমে পড়ে। সড়কে আইন শৃঙ্খলাও ট্রাফিক ব্যবস্থা ফেরাতে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছে।
শুক্রবার (৯ আগস্ট) তৃতীয় দিনের মত বিভিন্ন পয়েন্টে এমনচিত্র চোখে পড়ে। নগরীর কাপ্তাই রাস্তা মাথা নামক স্থানে সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তোহফা, গাউছিয়া কমিটিসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তাদের টি-শার্ট গায়ে দিয়ে স্বউদ্যোগে সেবার লক্ষে মাঠে নেমে।
এমন দৃশ্য বহদ্দারহাটেও চোখে পড়ে। তারা সকাল থেকে একটানা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যান।
দেখা যায়, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব নেয়ার পর থেকে যানজট মুক্ত স্বাভাবিক চলে সিএনজি ও অটোরিক্সশাসহ চার চাকার বড় বড় যানবাহন।
স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীরা লাঠি হাতে নিয়ে বাঁশি বাজিয়ে ট্রাফিকের দায়িত্ব পালনে ব্যস্ত সময় পার করেছেন নগরীর বিভিন্ন পয়েন্টে।
এদিকে যানবাহন চালক, যাত্রী, পথচারী, ব্যবসায়ীসহ সাধারন মানুষ শিক্ষার্থীদের এমন নান্দনিক দৃশ্য দেখে স্বাগত জানান।
You must be logged in to post a comment.