সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নতুন করে ‘সবক’টা জানালা খুলে দাওনা’

নতুন করে ‘সবক’টা জানালা খুলে দাওনা’

Asif & Emtiaz Ahmed Bulbul‘সবক’টা জানালা খুলে দাওনা’ গানটি জন্ম দিয়েছেন স্বনামধন্য সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দেশাত্মবোধক এই গানটি এখনও তুমুল জনপ্রিয়। কালজয়ী গানটির নতুন ভার্সন তৈরি করেছেন বুলবুল। যন্ত্রসংগীতে পুরো গানটি তৈরি করা হয়েছে একটি মহত্ উদ্দেশ্যে। কয়েকভাবে তৈরি করা হয়েছে এটি। যন্ত্রসংগীতটি দেওয়া হয়েছে জিপি মিউজিকে। এর মাধ্যমে অর্জিত অর্থ ব্যয় করা হবে ক্যান্সার আক্রান্ত শিল্পী স্বীকৃতির চিকিত্সায়।

এ সম্পর্কে বুলবুল ফেসবুকে লিখেছেন, ‘আসিফ আকবর তার একটি গানের অর্থ দিচ্ছেন স্বীকৃতির জন্য। স্বীকৃতির জন্য আমি ‘সবক’টা জানালা’গানটি কনট্রিবিউট করছি। গানটির যন্ত্রসংগীতে অংশ নিয়েছেন বাংলাদেশ ও ভারতের অনেক নামী যন্ত্রী। গ্রামীণফোন আমাদের পাশে দাঁড়িয়েছে।’

বাংলাদেশপ্রেসডটকম,ডেস্ক।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/