Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শরণার্থী সমাচার / নাফ নদী হতে নৌকার মাঝিসহ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

নাফ নদী হতে নৌকার মাঝিসহ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

ফাইল ফটো

 

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ উপকূল থেকে শাহপরীরদ্বীপের বাসিন্দা ও বোটের মাঝিসহ আরো এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে এ দ্বীপের পশ্চিমপাড়া সাগর উপকূলে ভেসে আসা রোহিঙ্গা শিশুর লাশটি  উদ্ধার করে পুলিশ।

অপরদিকে বিকেলে গত দুইদিন আগে নৌকাডুবির ঘটনায় বোটের মাঝি মোঃ শাকের (২৭) এর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন স্থানীয় মেম্বার নুরুল আমিন। তিঁনি শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ার আলী হোসেনের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন খান বলেন, বৃহস্পতিবার টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলের কাছে সাগরে রোহিঙ্গাবাহী দুটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় শুক্রবার সকালে আরো এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং বিকেলে স্থানীয় এক জেলের লাশের সন্ধান পাওয়া গেছে বলে জানা যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন বলেন, শাকের একটি নৌকার মাঝি ছিলেন।

গত ২৪ আগস্ট থেকে মিয়ানমারে চলমান সহিংসতায় আরাকান রাজ্যের রোহিঙ্গারা এপারে অনুপ্রবেশ করতে থাকে। এর ধারাবাহিকতায় ২৯ আগস্ট থেকে ২০টির মত নৌকাডুবিতে শতাধিক রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। এর মধ্যে শিশু ও নারীর সংখ্যা খুব বেশী।

Leave a Reply

%d bloggers like this: