Home / প্রচ্ছদ / নাস্তিক লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়ে সরকার নাস্তিকদের পক্ষ নিয়েছে

নাস্তিক লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়ে সরকার নাস্তিকদের পক্ষ নিয়েছে

2প্রেস বিজ্ঞপ্তি : বিশ্বের আলোচিত স্বঘোষিত নাস্তিক বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মুক্তি দেওয়ার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অধীনে লতিফ সিদ্দিকীর গ্রেফতারপূবৃক ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ৩ জুলাই বাদজুমা কক্সবাজার জেলা শহরের চৌধুরী ভবন এলাকা হইতে শুরু হয়ে ফজল মার্কেট চত্বরে এসে শেষ হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির ভাষণে সংগঠনের জেলা সহ-সভাপতি মাওঃ হাফেজ সালামত উল্লাহ বলেন বর্তমান সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে দেশ আজ নাস্তিক মুরতাদ, ধর্ম -বিদ্বেষীদের আস্তানায় পরিণত হয়েছে। দেশের আটারো কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পর ও কুলাঙ্গার আব্দুল লতিফ সিদ্দিকীর জামিনে মুক্তি দিয়ে সরকার নাস্তিকদের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে দেশের মানুষের কাছে আওয়ামীলীগের স্বরূপ উম্মোচিত হয়েছে।

মিছিল উত্তর সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওঃ ইয়াছিন হাবিব বলেন স্বঘোষিত নাস্তিক আব্দুল লতিফ সিদ্দিকী সরকারের আজ্ঞাবহ আদালত হইতে মুক্তি পাইলেও এদেশের তৌহিদী জনতার আদালত হইতে মুক্তি পাবেনা। বাংলার জমিনে যেখানে তাকে পাওয়া যাইবে সেখানেই তাকে প্রতিরোধ করা হবে। উক্ত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের শহর শাখার সাধারণ সম্পাদক মাওঃ সায়েম হোসেন চৌধুরী। উক্ত মিছিলোত্তর সবামেশে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ কেফায়েত উল্লাহ, পরিচালক দারিয়াদীঘি মাদ্রাসা, মাওঃ মনজুর ইলাহি, সহ-সভাপতি কক্সবাজার শহর শাখা, মাওঃ এহতাসামুল হক, পরিচালক মনারুল কোরআন মাদ্রাসা, মাওঃ হুমায়ুন কবির, মাওঃ কারী রুহুল কাদের, মাওঃ কারী কলিমুল্লাহ, মাওঃ এমদাদ, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ জসিম উদ্দিন, মাওঃ আমিনুল হক, মাওঃ আবু জর গিফারী, মাওঃ আব্দুল্লাহ সহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: