সাম্প্রতিক....
Home / জাতীয় / নির্বাচনী সংলাপে যে সাতটি বিষয়ে জোর দিচ্ছে বিএনপি

নির্বাচনী সংলাপে যে সাতটি বিষয়ে জোর দিচ্ছে বিএনপি

সংগৃহীত ফটো

১৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়েছে বিএনপি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে দলের বক্তব্য ও প্রস্তাব তুলে ধরছেন তারা। এর মধ্যে সাতটি বিষয়কে গুরুত্ব দিয়ে নিজেদের বিস্তারিত প্রস্তাব রাখছে দলটি।

১৫ অক্টোবর রোববার বেলা ১১ টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই সংলাপে সভাপতিত্ব করছেন। আর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সংলাপে অংশ নিয়েছেন- দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, লে. জে. (অব.) মাহবুবুর রহমান মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আবদুল হালিম, ইসমাঈল জবিউল্লাহ, আবদুর রশিদ সরকার, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির গুরুত্ব দেওয়া সাতটি বিষয় হলো:

১. নির্বাচন কমিশনের দায়িত্ব না হলেও দলটির দীর্ঘদিনের দাবি নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে জানাবে বিএনপি। দলটি কমিশনকে বোঝানোর চেষ্টা করবে সহায়ক সরকার ছাড়া কোনো কিছু সম্ভব না।

২. নির্বাচনী আইনের ক্ষমতা ব্যবহারে কমিশনকে পূর্ণ সহায়তার আশ্বাস দেবে বিএনপি। আইনের পূর্ণ ব্যবহার সুষ্ঠু নির্বাচনের প্রথম ধাপ বলে মনে করে দলটি।

৩. নির্বাচনী আইনে বিভিন্ন সংস্কারের সুপারিশ করবে দলটি। ভোট দেওয়া, ফলাফল ঘোষণার পদ্ধতি যুগোপযোগি করার পরামর্শ দেবে।

৪. নির্বাচনের আগে পরে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি প্রত্যেক ভোট কেন্দ্রে সেনা সদস্য মোতায়েনের দাবি জানাবে বিএনপি। ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত দায়িত্বে সেনবাহিনীকে চায় দলটি।

৫. নির্বাচনী আসনের সীমানা পুননির্ধারন চায় দলটি। বর্তমানে প্রচলিত ২০০৮ সালে নির্ধারিত সীমানা বাতিল করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি জানাবে তারা।

৬. নির্বাচনের সময় প্রশাসনকে নিরপেক্ষ রাখতে দলীয় লোকদের প্রচারণা থেকে বাইরে রাখার প্রস্তাব দেবে বিএনপি। এসব লোকদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখার কথাও বলছে তারা।

৭. নির্বাচনী পর্যবেক্ষকদের নীতিমালায় পরিবর্তন চায় দলটি। এই নীতিমালা আধুনিকায়নের প্রস্তাব দেবে তারা।

সূত্র:জাহিদুল ইসলাম জন-priyo.com/globetodaybd.com ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/