সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / নেইমারের হ্যাটট্রিকে লা লিগার শীর্ষে ফিরলো বার্সেলোনা

নেইমারের হ্যাটট্রিকে লা লিগার শীর্ষে ফিরলো বার্সেলোনা

লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে, এই সম্ভাবনার সামনে দাঁড়িয়েছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। সেখানে ম্যাচ শেষে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে লিওনেল মেসি-নেইমারদের দলটি। লাস পালমাসের মাঠে নেইমার ঝলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।

নেইমারের হ্যাটট্রিকে ক্লাবটির সংগ্রহ দাঁড়াল ৩৭ ম্যাচে ৮৭ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ রয়েছে লিগ তালিকার দ্বিতীয় স্থানে। বার্সার চেয়ে অবশ্য একটা ম্যাচ কম খেলেছে জিনেদিন জিদানের দল। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে প্রথম থেকেই খেলা নিজেদের দিকে নিয়ে নেয় বার্সা। ম্যাচের ২৫ মিনিটে কাতালান ক্লাবটিকে লিড এনে দেন নেইমার। মাঝমাঠ থেকে পাওয়া বলটি নিয়ে ছুটে যান উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তাই বলটি ঠেলে দেন নেইমারকে। পায়ের আলতো ছোঁয়ায় বলটি পালমাসের জালে জড়ান নেইমার।

দুই মিনিটের মাথায় বার্সার গোল ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। এই গোলটি করতে সাহায্য করেছেন আগের গোলের মালিক নেইমার। ৬৩ মিনিটে পালমাসের হয়ে একটি গোল করেন পেদ্রো বিগাস। এর তিন মিনিট পরেই ব্যক্তিগত দ্বিতীয় গোলটি আদায় করে নেন নেইমার। ৭১ মিনিটে পালমাসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

সূত্র:মেহেরিনা কামাল মুন/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৩ মে; ইতিহাসের এইদিনে; কক্সভিউ ডট কম; https://coxview.com/ezequiel-lavezzi-sports-birth-day/

৩ মে; ইতিহাসের এইদিনে

ইজেকিয়েল ইভান লাভেজ্জি। আজেন্টিনীয় ফুটবলার যিনি সিরি এ’র দল পারি সাঁ-জের্‌মাঁ এবং আর্জেন্টিনা জাতীয় দলে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/