বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলাবাসীর জন্য জলবায়ু তহবিল থেকে ক্ষতিপূরণ দাবী। সাম্প্রতিক বন্যায় ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করেছেন কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুত্ফুর রহমান কাজল। শনিবার সকাল ১০ টায় সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে খরুলিয়ায় পানিবন্দী মানুষের মাঝে এই ত্রান বিতরণ করা হয়। এসময় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে লুত্ফুর রহমান কাজল বলেন, সদর-রামুসহ কক্সবাজার জেলার বেশিরভাগ অঞ্চল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। চলতি বছর দ্বিতীয় দফা বন্যায় ক্ষতির মাত্রা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ভবিষ্যতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যেতে পারে। তাই এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি উপকূলীয় এলাকা ও বাঁকখালী নদীর দু’তীরে টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনকে জলবায়ু তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানান। এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মাবুদ, সদস্য সচিব ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, যুগ্ম-আহবায়ক মুজিবুল হক মিয়াজী, বিএনপি নেতা মোস্তফা কামাল, বিএনপি নেতা মোহাম্মদ আলম, শামশুল হক চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম, ছাত্রদল আহবায়ক আনোয়ারুল ইসলাম টিপু, বিএনপি নেতা, মোহাম্মদ বাদশা, রশিদ আহমদ, ছাত্রদল নেতা দিদারুল আলম, আজিজ, আমান, মিজানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.