পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়ায় ফের বেড়িবাঁধের বিলিন অংশে চলছে মাটি ভরাট কাজ। ৫ আগস্ট থেকে বেড়িবাঁধ সংস্কারের জন্য বাস্তবায়ন কাজ আরম্ভ হয়েছে। উজানটিয়া চ্যানেলের সাথে বেড়িবাঁধের একাকার অংশ মাটি দিয়ে সংস্কারের জন্য প্রথমে ঝুঁকিপূর্ণ অংশকে অগ্রাধিকার দেয়া হয়েছে। গত দু’দিনে শত শত শ্রমিক কাজে অংশ নিয়েছে। এর ফলে ৪৮ ঘন্টার ব্যবধানে ওই ইউনিয়নের পুর্ব উজানটিয়া এলাকায় বেড়িবাঁধ সংস্কার এর মাধ্যমে আপতত নদীর জোয়ারের পানি প্রবেশ আটকানে হয়েছে। এক মাস আগে টেকপাড়া অংশের প্রায় ৩৫ চেইন বেড়িবাঁধ বিলিন হয়ে ওই ইউনিয়ন পানিতে তলিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌং তাৎক্ষণিক ভাঙ্গন অংশ মাটি দিয়ে সংস্কার করে পানি আটকিয়ে ছিলেন। পরবর্তীতে গেল সৃষ্ট ঘূর্ণিঝড় ও পূর্ণিমার জোয়ারে পানি বৃদ্ধি পায়। এতে পূর্বের অংশের একটু পূর্বে বেড়িবাঁধের প্রায় ১৫ চেইন বিলিন হয়। যার ফলে ওই ইউনিয়ন দ্বিতীয় দফায় প্লাবিত হয়েছে। গত দু’দিন ধরে ওই ১৫ চেইন বিলিন অংশে মাটি ভরাট কাজ চালানো হচ্ছে। ক্রমান্বয়ে পাউবোর নিয়ন্ত্রিত এ ইউনিয়নের দক্ষিন ও পূর্ব অংশের সবচেয়ে ঝুঁিকপূর্ণ প্রায় ৩কিঃমিঃ বেড়িবাঁধ জরুরী ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে বলে স্থানীয় ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌং সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
You must log in to post a comment.