Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নারী ও শিশু / পেকুয়ায় অটোরিক্সার ধাক্কায় শিশু ছাত্রী নিহত

পেকুয়ায় অটোরিক্সার ধাক্কায় শিশু ছাত্রী নিহত

প্রতিকী ছবি

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত সাত বছর বয়সি স্কুল ছাত্রী শিশু তানিয়া বেগম মারা গেছে। বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানিয়া রাজাখালী ইউনিয়নের উলাদিয়া পাড়ার মামুদুল করিমের মেয়ে ও রাজাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

জানা গেছে, গত মঙ্গলবার সকালের স্কুলে যাওয়ার পথে সিএনজি চালিত একটি অটোরিক্সার ধাক্কা দিলে তানিয়া গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তাখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।।

Leave a Reply

%d bloggers like this: