সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দূর্বৃত্তদের হানা : মালামাল লুট : আহত-৪

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দূর্বৃত্তদের হানা : মালামাল লুট : আহত-৪

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দূর্বৃত্তদের হানা : মালামাল লুট : আহত-৪

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দূর্বৃত্তদের হানা : মালামাল লুট : আহত-৪

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ার শিলখালী ইউনিয়নের পূর্বভারুয়াখালী গ্রামে প্রবাসীর বাড়িতে দূর্বৃত্তরা হানা দিয়ে মালামাল লুটপাটের খবর পাওয়া গেছে। এঘটনায় ওই বাড়ির ৪জন আহত হয়েছে। ১৪ অক্টোবর দিবাগত রাত ১ টারদিকে এ ঘটনা ঘটে। এ সময় দূর্বৃত্তদল ৫ ভরি স্বর্ণ, নগদ ৭০ হাজার টাকা, ৬ টি মোবাইল সেট, ব্যাংকের চেক বই, গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ তিন লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায় বলে আক্রান্ত পরিবারের লোকজন সাংবাদিকদের জানান।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই সময়ে পূর্ব ভারুয়াখালী গ্রামে ১০/১১ জনের একদল স্বশস্ত্র দূর্বৃত্ত ওমান প্রবাসী নুরুন্নবীর বাড়িতে গিয়ে দরজা ভেঙ্গে ঢুকে পড়ে। এ সময় নুরুন্নবীর পুত্র রেজাউল করিম প্রকাশ পুতু (২৫) হামলাকারীদের বাধা দিলে তারা তাকে কিরিচ দিয়ে কুপিয়ে মাথায় মারাত্মক জখম করে। তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে রেফার করা হয়। তাছাড়া ডাকাতদের হামলায় রেজাউল করিমের স্ত্রী তছলিমা আক্তার (১৯), তার পিতা নুরুন্নবী (৫০), তার বোনের জামাই হাফেজ আহমদ (৩৫) আহত হয়। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মী করে এ ডাকাতি করে।

এদিকে পরিবারের লোকজন ডাকাত বলে চিৎকার করলে লোকজন এগিয়ে এসে ডাকাতদলকে ধাওয়া দিলে তারা তিন রাউন্ড গুলি বর্ষণ করে। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পেকুয়া থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব, শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোছাইন, এস.আই বিমল কান্তি দেব ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পেকুয়া থানার অফিসার ইনচার্জ উপস্থিত জনগণকে ডাকাতদের তথ্য দেওয়ার জন্য আহবান জানান। তিনি ডাকাতদের বিরুদ্ধে এলাকাবাসীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্থানীয় চেয়ারম্যানকে এলাকায় পাহারা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/