সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / প্রশংসিত ঈদগাঁওর শিক্ষার্থীদের নান্দনিক কর্মযজ্ঞে

প্রশংসিত ঈদগাঁওর শিক্ষার্থীদের নান্দনিক কর্মযজ্ঞে

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতনে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। ঘটনার দিন উত্তেজিত জনতা বিভিন্ন স্থানে ভাংচুর চালায় ও লুটপাট করে। তবে পরের দিন থেকে গুরুত্বপূর্ণ প্রায় স্থাপনার নিরাপত্তাসহ সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে পড়েন শিক্ষার্থী সমাজ।


তারই ধারাবাহিকতায় ঈদগাঁও উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন এবং ফুটপাত দখলে থাকা ব্যাবসায়ীদের ফুটপাত ছেড়ে দেওয়ার জন্য মাইকিং করে সতর্ক করে দেন।


বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই মহতি কার্যক্রম সত্যিই সাধারণ মানুষের মন জয় করেন।শিক্ষার্থীদের এমন নান্দনিক কর্মযজ্ঞে প্রশংসায় ভাসছে সর্বমহলে। শিক্ষার্থীদের এসব ভালো কাজে ভুলে যাওয়ার মত নয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি সংবলিত এসব পোস্ট করে প্রশংসা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা নতুন প্রজন্মের ছাত্রসমাজের হাত ধরে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

পিএমখালীতে অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার সদরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ৮জনকে গ্রেফতার করেছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/