সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ফলোআপ- বিদ্যুৎ স্পৃষ্টে আহত ঈদগাঁওর ফাহিম’কে ঢাকা প্রেরণ

ফলোআপ- বিদ্যুৎ স্পৃষ্টে আহত ঈদগাঁওর ফাহিম’কে ঢাকা প্রেরণ

 

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হওয়া মেধাবী শিক্ষার্থী ফাহিমের অবস্থার অবনতি দেখা দিয়েছে। তাকে এবার ঢাকা প্রেরণ করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর দুপুরের দিকে ঈদগাঁও বাসষ্টেশনের আলমাছিয়া মাদ্রাসা গেইট সংলগ্ন স্থানে জনৈক এক কোচিং সেন্টারে কোচিং করতে গেলে ছাদের উপর বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের নবম শ্রেনীর মানবিক বিভাগের মেধাবী ছাত্র ফাহিম আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁওর চিকিংসা কেন্দ্রে নিয়ে আসলে, তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত জেলা শহরে প্রেরণ করে। পরবর্তীতে এদিন রাতেই আহত ফাহিমকে চট্টগ্রামে মেডিকেলে প্রেরণ করা হয়।

২৭ সেম্পেম্বর দুপুরের দিকে বিদ্যুৎ স্পৃষ্টে আহত ফাহিমের অবস্থা আরো আশংকাজনক দেখা দিলে তাকে কর্তব্যরত চিকিৎসা চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে রেফার করে বলে জানান তার মাতা মুহছেনা। তার পরিবার দিনে আয়-রোজগার করে দিনে খায়। এমন একটি গরীব অসহায় পরিবারের মেধাবী যুবক ফাহিমকে কষ্ট করে হলেও মানুষের মত মানুষ করে দেশ ও দশের কল্যাণে সেবা করার মনমানসিকতা নিয়ে লেখাপড়া করাচ্ছিল।

এ রির্পোট লেখা পযন্ত আহত ফাহিমকে নিয়ে মাতা মুহছেনা সহ তার পরিবার ঢাকা মুখী হচ্ছিল বলে জানা যায়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/