এম, আবুহেনা সাগর; ঈদগাঁও :
সম্প্রতি ঘটে যাওয়া দু’দফা ভয়াবহ বন্যায় ফসল জমিতে বালির স্তর জমে যাওয়ায় চলতি মৌসুমে আমনের আবাদ নিয়ে অনিশ্চিয়তায় পড়েছেন কক্সবাজার জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর বহু ধান চাষীরা। বন্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে কর্দমাক্ত ফসলী জমিতে বালির স্তর পড়ে যাওয়ায় এলাকার কোমলমতি শিশুরা ঐ বালির স্তুরে কিংবা বালিযুক্ত মাঠে এখন পুরোদিন ফুটবল ও ক্রিকেট খেলায় মহাব্যস্ত সময় পার করতে দেখা যায়। যে কারণে শত শত জমি বর্তমান আমন মৌসুমে অনাবাদি হিসেবে থেকে বলে আশংকা প্রকাশ করেন এলাকার চাষিরা।
দেখা যায়, বৃহত্তর ঈদগাঁওর জালালাবাদ, পোকখালী ও ঈদগাঁও এলাকায় এ সমস্যা ধারণ করছে বহু দিন ধরে। তবে জালালাবাদের লরাবাগ এলাকার দুয়েক চাষির মতে, গেল বন্যায় তাদের জমিগুলোতে প্রায় তিন-চার ফুট বালির স্তর পড়ে জমি অনেক উচু হয়ে গেছে। এভাবে বন্যা কবলিত বিভিন্ন এলাকার ফসলি জমিতে বালির স্তর জমে থাকে। যার কারনে চলতি মৌসুমে আমন চাষে চাষীরা বেকায়দায় পড়েছে।