Home / প্রচ্ছদ / বাঁকখালী রেঞ্জ কর্মকর্তার সহায়তায় বন বিভাগের সেগুন কাঠ উদ্ধার

বাঁকখালী রেঞ্জ কর্মকর্তার সহায়তায় বন বিভাগের সেগুন কাঠ উদ্ধার

Treeসংবাদদাতা, রামু:

কক্সবাজার জেলার রামু উপজেলার বাঁকখালী রেঞ্জাধীন কচ্ছপিয়া ইউনিয়নের দুর্গম ঘিলাতলী বন বিটের আওয়তায় মলাবিল লম্বাঘোনা এলাকার বন বিভাগের রিজার্ভ থেকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৭/৮ জনের একটি সিন্ডিকেট বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা ও গিলাতলী বিট অফিসারের যোগ সাজসে ১ আগস্ট সকাল ৭ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন বিভাগের ১১টি ২৫ বছরের পুরাতন সেগুন গাছ কেটে ফেলেছে। এ বিষয়ে স্থানীয় যুবলীগ নেতা মোঃ রাসেল’র সহায়তায় কক্সবাজারের এসিএফ এর নির্দেশে গিলাতলী বিট অফিসার তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ইউপি মেম্বার নজরুল ইসলামের পরামর্শে গাছ গুলো তার জিম্মায় দেয়। সেখানে প্রায় ২০০ ঘনফুট যার মূল্য হবে অনুমানিক ২ দু’লক্ষ ২৫ হাজার টাকা। বিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাত্র ৬টি গাছ কাটা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: