
হারুন প্রকাশ ইমরান
কামাল শিশির; রামু :
নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে ২০ জুন রাতে হারুন প্রকাশ ইমরান (১৬) নামের এক রাবার বাগানের শ্রমিক অপহরণ হয়েছে সংবাদ প্রচার হওয়ায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহার দিক-নির্দেশনায় হারুনকে উদ্ধার করতে বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে পুলিশ।
অপহৃত হারুনকে ২২ জুন রাত ৮ টার দিকে বাইশারী বাজার থেকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল হাসেম উদ্ধার করে।
হারুন জানান, তার পরিবার থেকে টাকা আদায় করার কৌশল হিসাবে নিজেকে নিয়ে অপহরণের নাটক সাজান। তার সাথে আরো কয়েকজন জড়িত রয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা জানান, দক্ষিণ বাইশারীর মৃত মোঃ হাসেম প্রকাশ মিঠা হাসেমের ছেলে হারুন অপহরণ হয়েছে সেটা অপহরণ নয়। সে নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবার থেকে টাকা আদায় করার জন্য কৌশল করেছেন। তার সাথে কারা জড়িত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।