Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পিতা অর্জুন চন্দ্র শীল’র পরলোকগমন

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পিতা অর্জুন চন্দ্র শীল’র পরলোকগমন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বীর মুক্তিযোদ্ধা, বান্দরবানের লামা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাংবাদিক এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকনের বাবা অর্জুন চন্দ্র শীল শনিবার (৭ অক্টোবর) বিকাল ৪টা ২৫ মিনিটে লামা উপজেলা হাসপাতালে পরলোকগমন করেছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা অর্জুন চন্দ্র শীল ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করতে যুদ্ধ করেছিলেন। তিনি দীর্ঘদিন বান্দরবান জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার ও লামা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষানুরাগী ও পরোপকারী ছিলেন।

তার মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

%d bloggers like this: