Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জাতীয় / ভারতের সঙ্গে ৪৫০ কোটি ডলারের ঋণ চুক্তি

ভারতের সঙ্গে ৪৫০ কোটি ডলারের ঋণ চুক্তি

অর্থ মন্ত্রণালয়।

ভারতের সঙ্গে বাংলাদেশ সরকার সাড়ে ৪৫০ কোটি ডলারের ঋণ চুক্তি সই করেছে। যা টাকার অঙ্কে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।

৪ অক্টোবর বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বেলা ১১টার দিকে এই চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ভারতের এক্সিম ব্যাংকের মধ্যে এই ঋণচুক্তি সাক্ষরিত হয়েছে।

গত ৭ বছরের মধ্যে তৃতীয়বারের মতো বড় ধরনের ঋণ দিলো ভারত, যা তৃতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত।

১৭টি প্রকল্প এই অর্থ দিয়ে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে বেশ কয়েকটি বড় প্রকল্প রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো নির্মাণ, পায়রা বন্দরের বহুমুখী কনটেইনার টার্মিনাল, অর্থনৈতিক অঞ্চল গঠন, সড়ক ও রেলপথ উন্নয়নসহ বড় অবকাঠামো নির্মাণের প্রকল্প।

কোনো ঋণচুক্তির আওতায় এটিই হচ্ছে দেশের ইতিহাসে দ্বিতীয় বড় ঋণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে ১ হাজার ১৩৮ কোটি ডলারের (বাংলাদেশের টাকায় যা প্রায় ৯২ হাজার কোটি) ঋণচুক্তি করে বাংলাদেশ।

আগের দুটি এলওসিতে মোট ৩০০ কোটি ডলারের ঋণচুক্তি হয়েছে। গত জুন মাস পর্যন্ত প্রথম এলওসির মাত্র ৩৫ কোটি টাকা ছাড় হয়েছে। প্রথম এলওসির ১৫টি প্রকল্পের মধ্যে ৮টি প্রকল্প শেষ হয়েছে। তবে কোনো প্রকল্পে অর্থ ছাড় হয়নি দ্বিতীয় এলওসির।

 

সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।

Leave a Reply

%d bloggers like this: