দীর্ঘ সারিবদ্ধ লাইন, ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি ব্যাপক নির্বাচনী তৎপরতা ও প্রার্থীগণের তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ মনোভাব নিয়ে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হল রামু উপজেলার নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। এই নির্বাচন পরিদর্শণ করতে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা সারিবদ্ধ লাইনে দাড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোটে নির্বাচিত করার জন্য প্রত্যেকে অধিক আগ্রহ নিয়ে ভোট প্রদান করছেন। শুধু তা নয় প্রার্থী ও ভোটারগণের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতার মনোভাব দেখা গেলেও বিন্দু মাত্র হানাহানী, হিংসা বিদ্বেষ ও ভীতিকর পরিবেশ লক্ষণীয় ছিলনা। নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় সরকারীভাবে নিয়োজিত ছিলনা কোন পুলিশ, বিজিবি, সেনা বাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। শিক্ষার্থীদের মাধ্যমে গঠিত নিরস্ত্র আইন-শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু, সুন্দর ভাবে এই নির্বাচন সমাপ্ত হলেও কোন প্রার্থীর পক্ষ থেকে ভোটে সুক্ষ, স্থুল কারচুপির অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি গণতান্ত্রিক চর্চায় বাঁধা প্রদান, মতামত প্রদানের স্বাধীনতাহরণ, একে অপরের প্রতি হিংসাত্মক কোন মনোভাব তাদের ভেতরে দেখা যায়নি।
রোদ্রের খরতাপকে উপেক্ষা করে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ভয়ে ভোটারগণের পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করেন ৬৮৪ জন ভোটার। ৮আগষ্ট শনিবার রামু’র রশিদ নগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস কেবিনেট বা ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিদ্যালয় থেকে ৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করেন মোট ১৭জন প্রার্থী। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠানে যে আটজন প্রার্থী বিজয় লাভ করে তারা হলেন, ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র নাছির উদ্দিন প্রাপ্ত ভোট-৫৪৪, বিজ্ঞান শাখার তছলিমা আক্তার প্রাপ্ত ভোট-৫০০, বিজ্ঞান বিভাগের ৯ম শ্রেণীর মঞ্জুর আলম প্রাপ্ত ভোট-৩৯৮, অষ্টম শ্রেণীর উম্মে সামরিনা প্রমি প্রাপ্ত ভোট-৩৫৬, আবদুল মান্নান প্রাপ্ত ভোট-৩৩১, সপ্তম শ্রেণীর ওমর ফারুক প্রাপ্ত ভোট- ৪৬১, ৬ষ্ট শ্রেণীর মোহাম্মদ রেজাউল করিম প্রাপ্ত ভোট- ৩৮১, শেখ সাদী প্রাপ্ত ভোট-৩১৮। বিজয়ী হওয়া প্রতিনিধিদের মাধ্যমে শুরু হলো নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল ও ছাত্র সংসদ এর ভবিষ্যৎ পথ চলা। নির্বাচনের প্রধান কমিশনার ছিলেন, ১০ম শ্রেণীর ছাত্রী নার্গিস আক্তার এবং সহকারী নির্বাচন কশিনারের দায়িত্ব পালন করেন, ৮ম-৯ম শ্রেণীর ছাত্র আয়াত উল্লাহ ও সালাহ উদ্দিন। বিদ্যালয়ের শ্রেণী কক্ষে পৃথক ৫টি বুথ গঠন করে মোট ৯১২জন ভোটারের মধ্যে ৬৮৪জন ভোটার তাদের প্রার্থী মনোনয়নে ভোট প্রদান করেন। প্রত্যেক প্রার্থীর প্রার্থী’র পক্ষে নিয়োগ ছিল একজন করে এজেন্ট। ভোট গণনার পর ফলাফল ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহাম্মদ বলেন, এই নির্বাচনের মাধ্যমে স্কুল জীবন থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যাবে। সঠিক ও শুদ্ধ নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে মানব সেবা ও দেশ গড়ার মানসিকতা সৃষ্টি এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধার মনোভাব সৃষ্টি হবে। অনুষ্ঠিত এই নির্বাচন সার্বিকভাবে পর্যবেক্ষণ করেন, কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, রশিদ নগর ইউপি চেয়ারম্যান আবদুল করিম, জারাইলতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হোছাইনুল ইসলাম মাতবর, জোয়ারিয়ানালা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, সাংবাদিক নুরুল আমিন হেলালী, নুরুল ইসলাম। নির্বাচন অনুষ্ঠান তত্বাবধানে সার্বিক দায়িত্ব পালন করেন, প্রধান শিক্ষক রমিজ আহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সহকারী শিক্ষক এস বিকাশ শর্মা, মুফিদুল আলম, রেজাউল করিম, হারুনুর রশিদ প্রমূখ।
You must log in to post a comment.