সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / মেক্সিকোর কারাগারে ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১৩

মেক্সিকোর কারাগারে ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১৩

মেক্সিকোর ক্যাডেরিতা কারাগার।

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিওনের একটি কারাগারের মধ্যে প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৩ জন।

স্থানীয় সময় ১০ অক্টোবর মঙ্গলবার ভোরে মনতেরে শহরের বাইরের ক্যাডেরিতা নামক এক কারাগারে হতাহতের এ ঘটনা ঘটেছে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গাকারীরা কারারক্ষীদের জিম্মি করে রাখে এবং কারাগারের ছাদে নিয়ে গিয়ে তাদের মারধর করে। পরে কারাগারের সংঘর্ষ থামাতে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে বলে জানান রাজ্যের নিরাপত্তা কর্মী আলদো ফ্যাসি।

আলদো ফ্যাসি জানান, কারাগারে নিরাপত্তা বাহিনী প্রবেশ করে কারারক্ষী ও অন্যান্য কয়েদিদের সুরক্ষা দিতে প্রাণঘাতী শক্তি ব্যবহার করেছে। পরে পুলিশ কারাগারের ভিতরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে প্রায় দেড়শ’ কয়েদি তাদের ওপর হামলা চালায়।

ওই কারাগারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দেখা দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কারাকর্মী ও অন্য কয়েদিদের রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেয়। এছাড়া যদি তারা তাৎক্ষনিক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ না করতেন তাহলে আরও অনেক কারাকর্মী ও কয়েদি মারা যেত বলে জানান তিনি।

 

সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/