Home / প্রচ্ছদ / রামুতে সাংসদ কমলের ত্রাণ তত্পরতা অব্যাহত

রামুতে সাংসদ কমলের ত্রাণ তত্পরতা অব্যাহত

komol  MP  04.08.15সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের উদ্যোগে রামুর বিভিন্নস্থানে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ৪ আগস্ট উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া, কেন্দ্রিয় সীমা বিহার, চাকমারকুল, জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর নোনাছড়ি, মালাপাড়া, আশকরখিল, পূর্ব নোনাছড়ি, সিকদারপাড়া, নন্দাখালী এলাকায় বন্যা দূর্গতদের চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, চাকমারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সুজন রামুর সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, জোয়ারিয়ানালা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আওয়ামীলীগ নেতা আবছার কামাল সিকদার, কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, চাকমারকুলের সাবেক মেম্বার আবদুর রহিম, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল সিকদার, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ও মিজানুর রহমান, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, জেলা মত্স্যজীবিলীগের সহ-সভাপতি আনছারুল হক ভুট্টো, চৌমুহনী বণিক সমবায় সমিতির সদস্য আজিজুল হক আজিজ, তরুণ সমাজকর্মী শওকতুল ইসলাম, জোয়ারিয়ানালা ইউপি সদস্য বশির আহমেদ, আবদুল মালেক, আমিন উদ্দিন মনু, স্বেচ্ছাসেবকলীগ নেতা রমিজ আহমদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জহির আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে সংশ্লিষ্ট এলাকাসমূহে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, রামুবাসীর দূর্দিনে অতীতের মতো এবারও সাংসদ কমল এগিয়ে এসেছেন। সরকারি এবং বিভিন্ন সংস্থার পাশাপাশি তিনি ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেছেন। কেবল ত্রাণসামগ্রী নয়, সাংসদ কমল বন্যা থেকে রামুবাসীকে রক্ষায় সময়োপযোগি উদ্যোগ নেবেন। যাতে রামুবাসীকে আর এ ধরনের ভয়াবহ বন্যায় আক্রান্ত হতে না হয়।

প্রেস বিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: