Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রেডিও এনাউন্সারর্স ক্লাবের নতুন কমিটি গঠিত

রেডিও এনাউন্সারর্স ক্লাবের নতুন কমিটি গঠিত

সাংবাদিক সুনীল-সভাপতি, শহীদ-সম্পাদক

 

প্রেসবিজ্ঞপ্তি :

বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ঘোষক ঘোষিকাদের প্রাণের সংগঠন রেডিও এনাউন্সারর্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সুনীল বড়ুয়াকে সভাপতি ও মো: শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এক সভায় উপস্থিত সদস্যদের গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

বেতারের অনুষ্ঠান ঘোষক অধ্যাপক কবি সিরাজুল হক সিরাজের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য দেন, অনুষ্ঠান ঘোষক অধ্যাপক নিলোৎপল বড়ুয়া, অধ্যাপক শরমিন ছিদ্দিকা লিমা, অধ্যাপক এডভোকেট প্রতিভা দাশ, নাজমুল করিম জুয়েল, শামীম আকতার, সুমি দাশ, অধ্যাপক জোৎস্না ইয়াসমিন, মো: রুহুল আমিন, বর্ণাপাল, দীপক বড়ুয়া, সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক সুনীল বড়ুয়া, এডভোকেট ফারহানা কবির চৌধুরী।

সভায় সংগঠনকে আরো গতিশীল করতে আগামী পনরো দিনের মধ্যে নব নির্বাচিতরা পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং নানান বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Leave a Reply

%d bloggers like this: