Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শরণার্থী সমাচার / রোহিঙ্গা ইস্যুতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান – ঈদগাঁওতে প্রাক্তন ছাত্র পরিষদ

রোহিঙ্গা ইস্যুতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান – ঈদগাঁওতে প্রাক্তন ছাত্র পরিষদ

প্রতিকী ফটো

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা জনগণ নির্যাতিত নিপীড়িত হয়ে মাতৃভূমি ত্যাগ করছেন। তাই সময় এসেছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় ও সহযোগিতা দিয়ে অতীতের সে ঋণ শোধ করা। রোহিঙ্গা গণহত্যা প্রসঙ্গে বিশ্ব দরবারে বাংলাদেশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। এমতাবস্থায় মিয়ানমারকে সমুচিত শিক্ষা দিতে হবে বাংলাদেশকে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে বিশ্ব ফোরামে বাংলাদেশকে আরো সোচ্চার হতে হবে।

১১ সেপ্টেম্বর বিকেলে ঈদগাঁও বাজারের হোটেল নিউ স্টার চত্বরে আয়োজিত শান্তিপূর্ণ মানব বন্ধন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। প্রাক্তন ছাত্র পরিষদ- ১৯৯০, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা জসিম উল্লাহ মিয়াজী।

ছাত্র পরিষদ সদস্য মাষ্টার আবদুল করিম বিএ ও শেফাইল উদ্দীনের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা, মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা, নির্যাতন, অগ্নি সংযোগের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর ঈদগাঁও জনকল্যাণ পরিষদ ও পাঠাগার সভাপতি ডা. আলহাজ্ব আমির সুলতান, ঈদগাঁও বায়তুশ শরফ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব মাওলানা ছৈয়দ নুর হেলালী, বাংলাদেশ সুপ্রীমকোর্টের এডভোকেট শায়খুল ইসলাম, বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ আবদুর রহিম ফারুকী, শিক্ঙক রেজাউল করিম, সাংবাদিক মিজানুর রহমান আজাদ, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী, মিয়ানমারে নির্যাতিত আলেমেদ্বীন দিল মোহাম্মদ ও বাস্তবায়ক সংগঠনের সদস্য মাষ্টার আমান উল্লাহ প্রমুখ।

গণ্যমান্যদের মধ্যে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রবীণ শিক্ষক জাফর আলম, আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান মফিজ, সহ-সভাপতি আবদুল মোনাফ সওদাগর, সদস্য মাষ্টার আমিনুর রশিদ তারেক, ডা. মুজিবুর রহমান, নাছির উদ্দীন আল নোমান, মেম্বার মো. আবু তাহের, সিএনজি-টেম্পু শ্রমিক সভাপতি বদিউল আলম, শাহিদ মোস্তফা শাহিদ, নুরুল হাকিমসহ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।

Leave a Reply

%d bloggers like this: