সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট

লামায় দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :
ভূমি বিরোধের জের ধরে লামায় মোঃ ইব্রাহিম (৫৫) নামে কৃষকের খামার বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ লোকজন।


রবিবার দুপুর সাড়ে ১২টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড নুনারঝিরি এলাকায় (মাতামুহুরী নদীর তীর সংলগ্ন) এই ঘটনা ঘটে।


হামলার ঘটনায় কৃষক মোঃ ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৪২) আহত হয়েছেন। কৃষক মোঃ ইব্রাহিম ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড নুনারঝিরি গ্রামের মোঃ কালুর ছেলে।

কৃষক মোঃ ইব্রাহিম বলেন, আমি খামার বাড়িতে ছিলামনা। বাড়িতে আমার স্ত্রী একা ছিল। দুপুর সাড়ে ১২টায় প্রতিপক্ষ রুহুল কাদের ও তার ছেলে বোরহান উদ্দিন ও রায়হান উদ্দিন সহ ভাড়াটিয়া ১০/১৫ জন সন্ত্রাসী মাতামুহুরী নদী পথে নৌকা দিয়ে এসে অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমার স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে লুটপাট চালায়। আমার স্ত্রী আহত হয়েছে।


হামলাকারীরা খামার বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা, বীজ ধান ১০ কেজি, চাল ২ বস্তা, মোবাইল ২টা ও ৬০ ওয়ার্ড একটি সোলার নিয়ে যায়।


এবিষয়ে জানতে প্রতিপক্ষের বোরহান উদ্দিনের মুঠোফোনে কল দিলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।


স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, ঘটনাটি দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনের সহায়তা নিতে পরামর্শ দেয়া হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও-জালালাবাদ-পোকখালীর যোগাযোগ বন্ধ : পানি কমাতে ক্ষতচিহ্ন ভেসে উঠছে

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজীপাড়ায় মঞ্জুর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/