
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবানের লামায় দূর্যোগে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ঘর মেরামতের সহায়তা প্রদান করেছে এনজিও ব্র্যাক। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় লামা পৌরসভার মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম ফ্লাশ ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্টের আওতায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচীর অধিনে এনজিও ব্র্যাক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। আরো উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্র্যাক ডিআরআরএম প্রজেক্টের উপজেলা সমন্বয়ক নজরুল ইসলাম বুলবুল।
উপজেলা সমন্বয়ক নজরুল ইসলাম বুলবুল বলেন, চট্টগ্রাম ফ্লাশ ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্টের আওতায় লামা উপজেলায় ১০৫০ পরিবারকে ৫৫০০ টাকা করে সহায়তা এবং ৭৫ পরিবারকে ঘর মেরামতের সহায়তা সরঞ্জাম প্রদান করা হবে। তারই অংশ হিসাবে আজ ২১ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
You must be logged in to post a comment.