
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবানের লামায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় অপর শিশু ক্য ক্য নু মার্মার (৪) লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ৮টায় লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দরদরী নয়া মার্মা পাড়াস্থ লামাখালের নদীর ঘাটে ঘটনাস্থলে পানিতে ভেসে উঠে ওই শিশুর লাশ।
নিহত শিশু ক্য ক্য নু মার্মা (৪) দরদরী নয়া পাড়ার থুই চাহ্লা মার্মার মেয়ে। এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে উদ্ধার হওয়া এক্যানু মার্মার (৬) লাশ নিজের পাড়ায় শেষকার্য্য জন্য রাখা হয়েছে। বুধবার সকালে অপর শিশুর লাশ পাওয়া গেলে তাকেও ওখানে নেয়া হয়েছে।
খবরপেয়ে লামা থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। থানা পুলিশের উপ-পরিদর্শক নাঈম বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় এবং কারো কোন অভিযোগ না থাকায় উভয় পরিবারকে লাশ ময়নাতদন্ত ছাড়া শেষকার্য্য সম্পাদনের অনুমতি দেয়া হয়েছে।
নিহত দুই শিশুর পরিবারের সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে দরদরী শশ্মানে লাশ দুইটির দাহ করার মধ্যে দিয়ে অন্তেষ্টিক্রিয়া কাজ সম্পন্ন করা হবে। ইতিমধ্যে অন্তেষ্টিক্রিয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার উহ্লামং মার্মা বলেন, ভোর থেকে নিহতের স্বজনসহ আমরা নদীতে লাশ খুঁজতে শুরু করি। সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে দরদরী নয়া পাড়া ঘাটে লাশটি ফুলে ভেসে উঠে। আইনী প্রক্রিয়া শেষে লাশের শেষকার্য্য সম্পাদন করা হবে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, গতকাল থেকে নিখোঁজ অপর শিশুর লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরে পুলিশের টিম পাঠানো হয়েছে। ইউপি চেয়ারম্যান এর সুপারিশে লাশ দুই শেষকার্য্য সম্পাদনের অনুমতি দেয়া হয়েছে। সবাইকে শিশুদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয় এই পুলিশ কর্মকর্তা।
You must be logged in to post a comment.