সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় অদক্ষ চালকের কারণে যাত্রীবাহী জীপ খাদে : আহত ৬

লামায় অদক্ষ চালকের কারণে যাত্রীবাহী জীপ খাদে : আহত ৬

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের লামায় একটি যাত্রীবাহী জীপ গাড়ি পাহাড়ের ঢালুতে পড়ে ৬জন গুরুতর আহত হয়েছেন। গাড়ির যাত্রীরা জানায় অদক্ষ চালকের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগারা-ডুলহাজারা সড়কের সাপেরগারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি মেম্বার মোঃ নাছির উদ্দিন বলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার থেকে বেলা ১১টার দিকে যাত্রী বোঝাই জীপ গাড়ি সাপেরগারা বাজারে যাচ্ছিল। গাড়িটি সড়কের সাপেরগারা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালক ও হেলপারসহ ৬ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের ডুলাহাজারা ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/