সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / লামায় চেয়ারম্যান ৫, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র জমা

লামায় চেয়ারম্যান ৫, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলায় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন সহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারী) সহকারী রিটার্নিং অফিসার ও লামা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উৎসবমূখর পরিবেশে ৩টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন কর্তৃক দেয়া বিজ্ঞপ্তি মতে আগামী ১৮ মার্চ ২য় ধাপে লামা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৫ জন। তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফা জামাল, জাতীয়পার্টি মনোনীত প্রার্থী সেতারা আহমদ, স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের, রফিক উদ্দিন চৌধুরী ও মো. আলমগীর।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জমা দেন ৪ জন। স্বতন্ত্র প্রার্থী মো. তৈয়ব আলী, মো. জাহেদ উদ্দিন, নুরুচ্ছফা ও মো. দিদারুল হক চৌধুরী।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ৪ জন। তারা হলেন, মিল্কী রাণী দাশ, সোলতানা নাজমা, কুলছুমা বেগম ও শারাবান তহুরা ত্রিপুরা।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের সমর্থক ও শুভাকাঙ্খিদের উপস্থিতি নির্বাচন অফিস কার্যালয়ের সম্মুখে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের বিজয় সুনিশ্চিত বলে জানান।

সহকারী রিটার্নিং অফিসার ও লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ণ চাকমা বলেন, নির্বাচনে আগ্রহী প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছে। নির্বাচন কমিশনের বিশেষ এক পরিপত্র মতে শুধু লামা উপজেলার ক্ষেত্রে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে আরো অতিরিক্ত ৩দিন সময় পাবেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/