পার্বত্য জেলার লামা উপজেলার ১ লক্ষ ৫০ হাজার ১৬০ লিটার চোলাই মদসহ তৈরির উপকরন জব্দ করা হয়েছে। আজিজনগর ইউনিয়নে হেডম্যান পাড়ায় ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে র্যাবের বান্দরবানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবিউল হাসান ও কক্সবাজার র্যাবের মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন অভিযানের নেতৃত্ব দেন ।
বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লামা উপজেলার ৪ নং আজিজনগর ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্টি মার্মা সম্প্রদায়ের হেডম্যান পাড়ায় দেশিয় চোলাই মদ তৈরির মিনি কারখানা গড়ে ওঠে। এসব কারখানায় উৎপাদিত মদ প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে পাচার হয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবিউল হাসান জেলা প্রশাসকের নির্দেশে কক্সবাজার র্যাবের মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নেতৃত্বে র্যাবের ২০-২৫ সদস্যের একটি দল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত হেডম্যান পাড়ায় অভিযান চালায়। এ সময় ১ লক্ষ ৫০ হাজার ১৬০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরন জব্দ করে। পরে জব্দকৃত মদ ও মদ তৈরির উপকরন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম র্যাবের অভিযানে চোলাইমদসহ মদ তৈরির উপকরণ জব্দ করার সত্যতা নিশ্চিত করেছেন।
You must log in to post a comment.