সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / লামায় মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

লামায় মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

Rafiq - Lama - 9-8-2015 (1)মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা:

গণতন্ত্র চর্চা ও মূল্যবোধ, শিক্ষা কার্যক্রমে শিক্ষককে সহায়তা, ছাত্র-ছাত্রী ড্রপ আউট রোধ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত, নেতৃত্ব তৈরি ও সংস্কৃতি, খেলাধুলা, সাহিত্য অনুশীলনে মননশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যকে সামনে রেখে বর্তমান সরকার প্রাথমিকস্তরের পর এবার মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কাউন্সিলের পাইলট প্রোগ্রাম শুরু করেছে।

লামা উপজেলায় ৮ আগষ্ট শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান লামা সরকারী উচ্চ বিদ্যালয় ও লাইন ঝিরি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে তিন জনকে নির্বাচন কমিশনার, পাঁচজনকে প্রিজাইডিং অফিসার ও ১০ জনকে পোলিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে সারিবদ্ধ সুশৃঙ্খল ভাবে শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। প্রত্যেক শিক্ষার্থী ৮টি করে ভোট প্রদান করে।

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলের সমন্বয়কারী সহকারী শিক্ষক মোঃ ইয়াহিয়া বাবুল বলেন, মোট ভোটার সংখ্যা ৮৮৫ জন, প্রার্থী ৪১ জন, নির্বাচনে বুথ ৫টি, নির্বাচনী পদ ৮টি। আনন্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট পরিচালনা হচ্ছে। এবিষয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ভোটার বেশি হওয়াই ফলাফল প্রকাশে রাত হতে পারে।

লাইনঝিরি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কাউন্সিলের সমন্বয়কারী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইব্রাহীম জানান, মোট ভোটার সংখ্যা ৪০০ জন, প্রার্থী ১৪ জন, নির্বাচনে বুথ ২টি, নির্বাচনী পদ ৮টি। আনন্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট পরিচালনা হয়। নির্বাচিতরা হলেন, বোরহান উদ্দিন ৬ষ্ট শ্রেণী, হাদিস উল্লাহ ১০ম শ্রেণী, শামছুদ্দিন ৯ম শ্রেণী, জাহেদুল ইসলাম ৮ম শ্রেণী, আলী হোসেন ৯ম শ্রেণী, আজিজুল হক ৭ম শ্রেণী, জসিম উদ্দিন ৭ম শ্রেণী, আমির হোসেন ৬ষ্ট শ্রেণী।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: