কক্সবাজার পৌর শহরের জলাবদ্ধতা নিরসন কমিটির সভায় বক্তারা বলেছেন, আগে যখন বৃষ্টিপাত হয়েছে তখন জলাবদ্ধতা হয়নি। এখন ১০ মিনিট বৃষ্টি হলেই জলাবদ্ধতার কবলে হাবুডুবু খায় পৌরবাসী। তার কারণ হচ্ছে নালা দখল করে ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দেয়াল, রান্নাঘর, টয়লেটসহ নানা স্থাপনা তৈরি করা হয়েছে। তাই নালা বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি রাস্তার উপর চলাচল করে। আবার অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এজন্য জরুরী ভিত্তিতে নালা থেকে দখল উচ্ছেদ করতে হবে। এবং পৌরসভা নিয়মিত নালা নর্দমা পরিস্কার করলে মানুষ জলাবদ্ধতা থেকে দ্রুত রেহায় পাবে। স্থায়ীভাবে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেতে হলে নালা দখলদারদের উচ্ছেদ করতে হবে। অবৈধ দখলদারদের তালিকা আজ ২ আগস্ট আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করা হবে। শহরের জলাবদ্ধতা নিরসন কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এস.এম শাহ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, ইঞ্জিনিয়ার বদিউল আলম, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপু, আহবায়ক মোহাম্মদ উর রহমান মাসুদ, কাউন্সিলর রাজবিহারী দাশ, হেলাল উদ্দিন কবির, মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হারুন-অর-রশিদ পাঠান, কক্সবাজার পৌরসভার সার্ভেয়ার মোঃ রিজুয়ান উদ্দিন।
You must log in to post a comment.