জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসুচি শুরু করেছে ইসলামী ছাত্রশিবির। কেন্দ্র ঘোষিত ‘বৃক্ষরোপণ অভিযান ২০১৫’ পালন উপলক্ষে ১ আগষ্ট এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা সভাপতি সরওয়ার কামাল সিকদার। প্রতি বছর শিবির এ ধরণের কর্মসুচি হাতে নিয়ে থাকে। ‘গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে এ বছরও আগামী ৭ আগষ্ট পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসুচি পালিত হবে। এ সময় প্রত্যেক জনশক্তি অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করবে বলে শিবির নেতারা জানান।
প্রথম দিনের কর্মসুচি উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক লায়েক ইবনে ফাজেল জেলা সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আজিজ, চকরিয়া শহর সভাপতি আজহারুল ইসলাম, চকরিয়া দক্ষিণ সাংগঠনিক থানা সভাপতি সিরাজুল ইসলাম, খুটাখালী সাংগঠনিক থানা সভাপতি মু. জুনাইদ প্রমুখ।
You must be logged in to post a comment.