Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নারী ও শিশু / শিশু নিহাল মনির পাশে ঈদগাঁও মানবিক ফাউন্ডেশন

শিশু নিহাল মনির পাশে ঈদগাঁও মানবিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কিডনী রোগে আক্রান্ত শিশু নিহাল মনির পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন ঈদগাঁওর মানবিক ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল বোয়ালিয়া পাড়ার শিশু নিহাল মনির পিতা সরওয়ার কামালের হাতে চিকিৎসার লক্ষ্য মানবিক সহায়তা প্রদান করা হয়। ১০ অক্টোবর রাতে ঈদগাঁও বাসষ্টেশনে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও মানবিক ফাউ ন্ডেশনের টিম লিডার মনির আহমদ, সহযোগী আবদুল্লাহ আল রমজান, রিতু, রমজান আলী ও মোকারমসহ আরো অনেকে।

উল্লেখ্য যে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সেই থেকে নানান সমাজ সেবামূলক কর্মকান্ডসহ মানবিক কাজে কর্মে এগিয়ে যাচ্ছেন এই সেচ্ছাসেবী সংগঠন।

Leave a Reply

%d bloggers like this: