নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
শেখ রাসেল স্মৃতি সংসদ কক্সবাজার জেলার আওতাধীন টেকনাফ উপজেলা শাখার কমিটি অনুমোদন লাভ করেছে।
চলতি বছরের ২৭মে শেখ রাসেল স্মৃতি সংসদ কক্সবাজার জেলা সভাপতি আবু বক্কর ছিদ্দিক নয়ন ও সাধারণ সম্পাদক আলী উল্লাহ সিকদার আকাশ স্বাক্ষরিত এ কমিটি অনুমোদিত হয়েছে।
দশ সদস্যের টেকনাফ উপজেলার এ কমিটির অনুমোদিত হয়। পূর্বের কমিটির বিরুদ্ধে নানান অভিযোগ থাকায় উক্ত কমিটি মেয়াদের আগে বিলুপ্ত করল জেলা কমিটি।
পাশাপাশি নতুন কমিটির সভাপতি হন সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ রনি। তৎমধ্যে কমিটির সহ- সভাপতি সাইফুল করিম, আরিয়ান খান মুন্না, মোহাম্মদ মাজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মামুন খান, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ করিম রনি, এরশাদুল গনি ও রমিজ মাহমুদ।
You must log in to post a comment.