Home / প্রচ্ছদ / শোকাবহ আগস্টে জেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচী

শোকাবহ আগস্টে জেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচী

Chattraleegপ্রেস বিজ্ঞপ্তি:

আগামী ১৫ আগস্ট বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় ‘শোক দিবস’। বাঙ্গালী জাতির সবচেয়ে বেদনাময় এ দিবসটি এবং ২১ আগস্ট প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলার ১১তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা কর্তৃক মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

মাসব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে- আগামী ৭ আগস্ট লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ‘‘জাতীয় শোক দিবস’’ উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের আওতাধীন কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে দিনব্যাপী ‘‘স্বেচ্ছায় রক্তদান’’ কর্মসূচী ৯ আগস্ট বিকাল ৩টায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ও শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ১০ আগস্ট সকাল ১০টায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে সরকারী ও বেসরকারী স্কুল (৮ম শ্রেণী হতে), কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শিরোনামে রচনা লিখন প্রতিযোগিতা। ১১ আগস্ট সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘‘রাজনীতি ও আত্মজীবনী’’ নিয়ে কুইজ প্রতিযোগিতা জেলার সকল সরকারী ও বেসরকারী স্কুল (৮ম শ্রেণী হতে), কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করবে।

১২ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন। মানববন্ধন কর্মসূচী শেষে জেলা প্রশাসক কক্সবাজারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ। একই সময়ে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার আওতাধীন সকল সাংগঠনিক ইউনিট উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করবে।

পরেরদিন ১৩ আগস্ট সকাল ১১টায় দলীয় কার্যালয়ে ‘‘জনকের’’দুর্লোভ কিছু চিত্র নিয়ে ৩দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন। ১৪ আগস্ট রাত ১১টায় শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়ে ইতিহাসের জঘন্যতম অধ্যায় ১৫ আগস্ট কালো রাত্রির প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন, ১৫ আগস্ট ভোর ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত করণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ, জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত দু:স্থ এতিম ও গরীবদের মাঝে খাবার বিতরণে অংশ গ্রহণ এবং যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন।

১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্যে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন। ২১ আগস্ট বেলা ৩টায় দলীয় কার্যালয়ে ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলার ১১তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ।

২৪ আগস্ট বেলা ৩টায় দলীয় কার্যালয়ে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শিরোনামে রচনা লিখন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘‘রাজনীতি ও আত্মজীবনী’’ নিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ।

২৬ আগস্ট বেলা ৩টায় ২১ আগস্ট প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলার ১১তম বার্ষিকী স্মরণে কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা। ২৭ আগস্ট দিনের বিভিন্ন সময়ে ২১ আগস্ট স্মরণে জেলার আওতাধীন সকল সাংগঠনিক উপজেলা সমূহে আলোচনা সভার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচীর সমাপ্ত ঘোষণা করবে জেলা ছাত্রলীগ।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ তাদের যৌথ স্বাক্ষরিত এক পত্রে এসব কর্মসূচী পালনে জেলা ছাত্রলীগের আওতাধীন ইউনিটসমূহকে নির্দেশ দেন।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: