সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

“অসাম্প্রদায়িক বাংলাদেশ বিরোধী কিছুই মানিনা” এই স্লোগানকে ধারণ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট সারা দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার জেলা শাখা বুধবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে মুক্তিযুদ্ধের ৪ মূলনীতি সমুন্নত রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোট জাতীয় পরিষদের সদস্য এডভোকেট তাপস রক্ষিত, জেলা সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন: জেলা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কল্যাণ পাল, খেলাঘরের জেলা সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, সাংস্কৃতিক কর্মী মানিক বৈরাগী, বাবুল পাল, খোরশেদ আলম, দেবাশিষ দাশ দেবু, দোলন পাল, আবু সুফিয়ান রুমি, অরন্য শর্মা, ফয়সাল সাকিব, জুয়েল কুমার ধর অর্জন, অজয় মজুমদার, সৌরভ দেব, জয়নাব রহমান রাবু, তানভির রিপন, নিহারিকা নিনি, পাভেল দাশ, অদিতি বড়ুয়া ও প্রিয়া দত্ত প্রমুখ সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/