সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে টেকনাফ বৌদ্ধ বিহারে মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার

সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে টেকনাফ বৌদ্ধ বিহারে মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে টেকনাফ বৌদ্ধ বিহারে কক্সবাজার জেলা পুলিশ সুপার ডক্টর একেএম ইকবাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। রবিবার রাতে টেকনাফ পৌরসভা বৌদ্ধ বিহারে ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মং উইং মিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সাকের্ল চাই লাউ প্রু মারমা। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দীন খানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল বশর, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর, টেকনাফ বৌদ্ধ বিহার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক হুই থুয়ে অং প্রমূখ।

এতে টেকনাফ আওয়ামীলীগ নেতা মীর কাশেম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গুরা মিয়া, কাউন্সিলর হোছন আহমদ, টেকনাফ রাখাইন স্বর্ণকার দোকান মালিক সমিতির সভাপতি অং চৌধুরী, সাধারণ সম্পাদক অং সু চুয়ে ও মংমংনেসহ স্থানীয় প্রসাশন, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তি বর্গ ও রাখাইন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। দেশ স্বাধীনের পেছনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ সব জাতির ভুমকিা রয়েছে।আমরা যার যার ধর্ম সে সে পালন করে সুখে শান্তিতে বসবাস করে আসছি। আমাদের সম্প্রতির বন্ধন অতুত রাখতে এক সাথে কাজ করব। আপনারা নির্ভয়ে থাকবেন, আপনাদের কোন সমস্যা দেখা দিলে প্রশাসনকে অবহিত করবেন।তবে পার্শ্ববর্ত দেশ মায়ানমারে সহিংসতা মাথায় রেখে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/