সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে রুল

সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে রুল

প্রবাল দ্বীপ, সেন্টমার্টিন। ফাইল ছবি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার আদেশ যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে রুল দিয়েছে হাইকোর্ট। পরিবেশগত ছাড়পত্র ছাড়া স্থাপনা তৈরি না করা, বিরল প্রজাতির কচ্ছপ ও শামুক রক্ষায় হাইকোর্টের আদেশ রয়েছে।

২১ মার্চ মঙ্গলবার এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

রুলে ওই এগারো জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট।

যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তারা হলেন- পরিবেশ ও বন সচিব, বিমান ও পর্যটন সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ সচিব, নৌ-পরিবহন সচিব, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতরের মহাব্যবস্থাপক (এমডি), কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা পরিষদ সচিব,পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/