সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / স্কটল্যান্ডের ছায়ামন্ত্রী হলেন বাংলাদেশি ফয়সল চৌধুরী

স্কটল্যান্ডের ছায়ামন্ত্রী হলেন বাংলাদেশি ফয়সল চৌধুরী

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/06/Faysal-Chw.jpg?resize=620%2C356&ssl=1
জুয়েল রাজ :

স্কটিশ লেবার পার্টি থেকে শ্যাডো মিনিষ্টার (ছায়ামন্ত্রী) ফর কালচার, ইউরোপ এন্ড ইন্টারন্যাশনাল ডেভলাপমেন্ট হিসাবে নিযুক্ত হলেন স্কটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশী বংশোদ্ভুত এমএসপি ফয়সল চৌধুরী এমবিই।

তিনি আন্তর্জাতিক উন্নয়ন, ইউরোপ ও কালচার সংক্রান্ত নানা বিষয়ে স্কটিশ সরকার গৃহীত বিভিন্ন ইস্যুতে বিরোধীদল অর্থাৎ লেবার পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন।

ছায়ামন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ায় প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে তিনি বলেন, “আমি এই দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত, আশা করছি সরকারের সাথে যৌথভাবে কাজের মাধ্যমে স্কটল্যান্ডের সাথে ইউরোপ এবং বিশ্বের অন্যন্য দেশের সম্পর্ক উন্নয়নে ভুমিকা রাখতে সক্ষম হব।”

 

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/President-Turkish-Erdogan.jpg

শপথ নিলেন এরদোয়ান, গঠন করলেন মন্ত্রিসভা

অনলাইন ডেস্ক : তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ৫ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/