প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকা নারিন্দা মশুরী খোলা দরবার শরীফের প্রাণ পুরুষ ত্রয়োদশ শতাব্দীর মহান মোজাদ্দেদ, অলিয়ে কামেল, পীরে মোকাম্মেল হযরত ক্বেবলা শাহ্ আহসানুল্লাহ (রহ:) এর ৯৮ তম পবিত্র ইসালে সাওয়াব মাহফিল ও হযরত শাহ্ আহসানুল্লাহ (রহ:) কমপ্লেক্সের আওতাধীন হাফেজিয়া মাদ্রাসা সমূহের কোরআনে হাফেজ ছাত্রদের দস্তরবন্দী (পাগড়ী প্রদান) আগামী ১১ কার্তিক, ১৪৩০ বাংলা, ২৭ অক্টোবর, শুক্রবার ঢাকা নারিন্দা ৪৭ শাহ্ সাহেব লেনস্থ মশুরী খোলা দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কোরআনে হাফেজ ছাত্রদের দস্তরবন্দী (পাগড়ী প্রদান), বাদ আছর থেকে সারারাত ব্যাপী হযরত শাহ্ আহসানুল্লাহ (রহ:) এর জীবনি আলোচনা ও ওয়াজ নসিহত। উক্ত মাহফিলে বিভিন্ন দরবার শরীফের পীর সাহেব, সাজ্জাদানেশীন ও হাক্কানী ওলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন এবং দেশ বরেণ্য প্রখ্যাত ওলামায়ে ক্বেরামগণ বয়ান পেশ করবেন । মাহফিলের সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করিবেন মুশুরী খোলা দরবার শরীফের গদ্দিনশীন পীর সাহেব কেবলা ও হযরত শাহ্ আহসানুল্লাহ (রহ:) ওয়াকফ্ এষ্টেটস এর ৮ম মোতাওয়াল্লী হযরত ক্বেবলা শাহ্ আহসানুল্লাহ (রহ:) এর সুযোগ্য নাতি হযরতুলহাজ¦ আল্লামা মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মা:জি:আ:)।
দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) সকলকে মাহফিলে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন।
You must be logged in to post a comment.