সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ৩৯ হলে মুক্তি পাচ্ছে ডুব

৩৯ হলে মুক্তি পাচ্ছে ডুব

মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ছবি ডুব। আগামী ২৭ অক্টোবর ঢাকাসহ দেশের মোট ৩৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে ছবিটির ঢাকাই প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে।

এর মধ্যে রয়েছে রাজধানীর ৯টি হল এবং রাজধানীর বাইরের ৩০ হল।

মুক্তির আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় কলকাতার কোয়েস্ট মল আইনক্সে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

শুক্রবার ঢাকার ব্লক বাস্টার সিনেমা, বলাকা, মধুমিতা, স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেমা সনি, চিত্রমহল, সেনা ও দিয়া বাড়ির ফ্যান্টাসি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক আবদুল আজিজ।

অন্যদিকে ঢাকার বাইরের সিনেমা হলগুলো হচ্ছে- সাভার সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের নিউ মেট্রো, টঙ্গীর চম্পাকলি, জয়দেবপুরের বর্ষা, ডেমরার রানীমহল, যশোরের মনিহার, চট্টগ্রামের আলমাস, খুলনার শঙ্খ ও চিত্রালী, বরিশালের অভিরুচী, ময়মনসিংহের ছায়াবানী, সিলেটের নন্দীতা, রংপুরের শাপলা, পাবনার রূপকথা, মুক্তারপুরের পান্না, বগুড়ার সোনিয়া, দিনাজপুরের মডার্ণ, সিরাজগঞ্জের মমতাজ, জামালপুরের মনোয়ার, কুষ্টিয়ার বনানী, টাঙ্গাইলের কেয়া, নেত্রকোনার হিরামন, কিশোরগঞ্জের মানষী, ফরিদপুরের বনলতা, ঝিনাইদহের প্রিয়া, নীলফামারীর মমতাজমহল মধুপুরের কল্লোল, কালিগঞ্জের ছন্দা, কুমিল্লা ক্যান্টমেন্টের গ্যারিশন ও ঈশ্বরদীর রাজু।

আগামী শুক্রবার উল্লেখিত ৩৯টি হলে একযুগে মুক্তি পাবে ডুব ছবিটি।

ডুব ছবিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান ও কলকাতার পার্ণমিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী।

ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ। ছবিটির সহপ্রযোজক হিসেবে রয়েছেন ইরফান খান।

বাংলাদেশ ছাড়াও ছবিটি শিগগিরই ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে মুক্তি দেয়া হবে।

সূত্র:globetodaybd.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাথে পোকখালী যুব উন্নয়ন সংগঠনের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার অনন্য সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/