সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অর্ণব’র আয়োজনে রামুতে সেনসেটাজেশন সভা অনুষ্ঠিত

অর্ণব’র আয়োজনে রামুতে সেনসেটাজেশন সভা অনুষ্ঠিত

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/06/Mitting-kamal-28-6-22.jpg?resize=552%2C414&ssl=1

কামাল শিশির; রামু :

রামুতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধমূলক কার্যক্রমে কমিউনিটি লিডারদের সম্পৃক্তকরণ বিষয়ক সেনসেটাইজেশন সভা অর্ণব কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টায় রামু উপজেলা (বিআরডিবি) হল রুমে উক্ত সভা শুরু হয়।

সভায় কোভিড ১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ সম্পৃক্তকরণ ও টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।

এতে বক্তারা বলেন, ইতিপূর্বে পৃথিবীতে করোনার থাবায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হলে নিজের মা-বাবা, ভাই-বোন থেকে আলাদা থেকেছে। সারা বিশ্বের মানুষ কঠিন দূর্বিষহ সময় পার করেছে। এখন আবারো আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এখনো অবদি করোনার টিকা যারা গ্রহন করেনি। তাদেরকে বুঝিয়ে টিকা গ্রহন ও সচেতনতার মাধ্যমে টিকা প্রদান করতে জোর দেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু যুব উন্নয়ন কর্মকর্তা নূরে আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার মাহমুদুল হক, প্রাবন্ধিক লেখক ও মনিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম সুলতান আহমেদ মূনিরী, ছয়দফা আন্দোলনের নেতা সাদেক উদ্দিন।

সভায় আলোচনা করেন, এডাব এর জেলা সমন্বয়কারী হারুনর রশিদ। অর্ণব কক্সবাজারের নির্বাহী কর্মকর্তা মো: নুরুল আজিম।

এতে উপস্থিত আরো ছিলেন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিস নাঈমুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সিকদার সহ ইউনিয়ন পর্যায়ের টিম লিডারগণ উপস্থিত ছিলেন।

কমিউনিটি লিডারদের সম্পৃক্তকরণ বিষয়ক সেনসেটাইজেশন সভা। এ অনুষ্টানে সার্বিক সহযোগিতা করেন: ইউনিসেফ ও এডাব।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/