সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / আমরাই বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে বাধ্য করেছি: নওয়াজ শরিফ

আমরাই বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে বাধ্য করেছি: নওয়াজ শরিফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি: সংগৃহীত

‘রাষ্ট্র কর্তৃক আমাকে আলাদা করে ফেলা আর ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার পটভূমির মিল রয়েছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে বাধ্য করেছি আমরাই।’ ৯ জানুয়ারি মঙ্গলবার ইসলামাবাদের পাঞ্জাব হাউসে আইনজীবীদের সমাবেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একথা বলেন। খবর পাকিস্তানের ডনের।

পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত বছর দেশটির সর্বোচ্চ আদালতের রায়ে প্রধানমন্ত্রী এবং জন প্রতিনিধিত্বের জন্য অনুপযুক্ত ঘোষিত হয়েছেন। এমনকি রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রচারণা থেকেও বিরত থাকতে হবে তাকে।

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয় পাওয়ার পরও তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতা ছাড়েনি। জনপ্রিয় নেতার কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর না করার পরিণতির প্রসঙ্গ টেনে নওয়াজ শরিফ বলেন, ‘শেখ মুজিবুর রহমান (বঙ্গবন্ধু) বিদ্রোহী ছিলেন না, কিন্তু তাকে বানানো হয়েছে।’

১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পাকিস্তান সৃষ্টিতে বাঙালিদের মুখ্য ভূমিকা ছিল। কিন্তু আমরা তাদের সঙ্গে সঠিক আচরণ করিনি এবং আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছি। ‘বিচারপতি হামিদুর রহমানের কমিশন বাংলাদেশের সৃষ্টি নিয়ে খুবই সত্য ও স্পষ্ট বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছিল। কিন্তু আমরা তা পড়েও দেখিনি।’

তিনি বলেন, ওই প্রতিবেদনের ভিত্তিতে আমরা যদি পদক্ষেপ নিতাম তাহলে আজকের পাকিস্তান ভিন্ন হত এবং যে ধরনের খেলা হয়ে থাকে সেগুলোও হত না।’

দুর্নীতির মাধ্যমে (পানামা পেপারর্স) বিদেশে অর্থ পাচারের তথ্য ফাঁসের পর আদালতের রায়ে ক্ষমতাচ্যুৎ হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সূত্র:priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/