সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / আলীকদমে ১২২টি গবাদি পশুর চালান আটক

আলীকদমে ১২২টি গবাদি পশুর চালান আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে চোরাই পথে পাচারের উদ্দেশ্যে নেয়ার সময় ১২২টি গবাদিপশু আটক করেছে বিজিবি ও উপজেলা প্রশাসন।

সোমবার সন্ধ্যায় উপজেলার কানা মেম্বার ঘাট থেকে এসব গবাদি পশু আটক করা হয়।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার থেকে আসা বিপুল পরিমাণ গরু, মহিষ পাচার হয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে ৫৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল মো. শহিদুল ইসলাম এর সহযোগিতায় গবাদিপশুগুলো আটক করা হয়।

বর্তমানে গবাদিপশুগুলো ৫৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, যাচাই বাছাই শেষে মঙ্গলবার এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/