সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জীব ও প্রকৃতি / আসামের জঙ্গলে দেখা মিলল অনিন্দ্য সুন্দরী সোনালী বাঘিনীর

আসামের জঙ্গলে দেখা মিলল অনিন্দ্য সুন্দরী সোনালী বাঘিনীর

আসামের কাজিরাঙ্গার জঙ্গলে দেখা মিলল বিরল প্রজাতির সোনালী বাঘিনীর। অনিন্দ্য সুন্দরী এই ওয়াল্ডিড ক্যাট প্রজাতির বাঘ ২১ শতকে দেখতে পাওয়া যায়। ভারতে এই প্রজাতির বাঘ রয়েছে এই একটিই।

আর বিলর প্রজাতির এই বাঘকেই ক্যামেরা বন্দি করেছেন ময়ূরেশ হেনদ্রে। আর সেই ছবিই গত দুদিন ধরে ভাইরাল নেটদুনিয়ার। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এই ছবিটি দিয়েছেন বনবিভাগের কর্মকর্তা পারভিন কাসওয়ান।

পারভিন কাশওয়ান ছবি শেয়ার করার পাশাপাশি লিখেছেন, ভারতে একটি সোনার বাঘ রয়েছে। ২১ শতকে ওয়াল্ডিড ক্যাট প্রজাতির এই প্রাণি দেখতে পাওয়া যায়। পাশাপাশি সোনালি বাঘের সৌন্দর্যের দিকেও নজর দেওয়ার কথা কথা বলেছেন তিনি।

এই বাঘ দেখতে অনেকটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের গায়ের রঙ হলুদ। তারওপর কালো রঙের ডোরা কাটা থাকে। কিন্তু সোলানী বাঘের গায়ের রঙ কমলা। তারওপর থাকে হলুদের ডোরা।

স্ট্রবেরি টাইগার বা ট্যাব্বি টাইগার নামেও পরিচিত গোল্ডন টাইগার। কাশওয়ান আরও জানিয়েছেন, সোনালি বাঘ খুবই বিরল প্রজাতির। জিন মিউটেশনের কারণে ঘটেছিল। ২০১৯ সালেও একবার ক্যামেরার সামনে এসেছিল সোনালী বাঘিনী।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তুমব্রু সীমান্তে চোরাই পথে আনা ২৭টি মহিষ জব্দ করেছে বিজিবি

কামাল শিশির; রামু : পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/