Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে ফ্রি খৎনা ক্যাম্পিং : ঔষুধ-পোষাক সামগ্রী বিতরণ

ইসলামপুরে ফ্রি খৎনা ক্যাম্পিং : ঔষুধ-পোষাক সামগ্রী বিতরণ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/05/khatna-Sagar-28-5-21.jpg?resize=328%2C192&ssl=1
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে ফ্রি খৎনা ক্যাম্পিং করলো এফ.বি এসোসিয়েশন নামের একটি সংগঠন। ইউনিয়নের বামনকাটায় জুমাবার সকাল ১০টায় এ কাম্পিংয়ের শুভ সূচনা হয়।
এফ.বি এসোসিয়েশন কতৃক এলাকার দরিদ্র ৪৫জন ছেলেদের ফ্রি মেডিকেল ক্যাম্পিং খৎনা শেষে প্রয়োজনীয় ঔষুধ-পোষাক সামগ্রী বিতরণ করেন। এ সংগঠন তিন বছর ধরে নিঃস্বার্থভাবে এলাকায় হরেক রকম সামাজিক ও সেবামূলক কাজ করে যাচ্ছেন।
এ মহতি আয়োজনে উপস্থিতি ছিলেন, আসন্ন ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শরীফ কোম্পানি, ইসলামপুর বাজার কমিটির সাবেক সভাপতি আক্তার আহমেদ, চিকিৎক মুহাম্মদ সলিম উল্লাহ, আব্দুল মান্নান, আবুল কাশেম, রিদুয়ানুল ইসলাম, মুহাম্মদ শাহ নেওয়াজ, আবু তাহেরসহ সংগঠনে সদস্যবৃন্দ। ব্যাতিক্রমধর্মী এ মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানান।
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামা উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ পালিত

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :“নব আশায়, নব প্রভাতে নববর্ষের প্রতিটি দিন সবার জীবনে নতুন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/