সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে ৫ ঘন্টা ব্যাপী বন বিভাগের ফের উচ্ছেদ অভিযান

ইসলামপুরে ৫ ঘন্টা ব্যাপী বন বিভাগের ফের উচ্ছেদ অভিযান

 

এম আবুহেনা সাগর, ঈদগাও :

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেন্জের অধীনে ইসলামপুর নাপিতখালী বনবিট এলাকায় সাতটি বসতঘরে ফের উচ্ছেদ ও এক একর জায়গা দখলমুক্ত করেছে বনবিভাগ। এসময় টিন ও পলিথিন জদ্ব করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি।

২২ আগষ্ট দুপুরের দিকে নাপিতখালী বনবিট এলাকায় ২০০১ সালের সামাজিক বনায়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বদেন ফুলছড়ি রেন্জ কমকতা আবদু রাজ্জাক, বিট কমকতা হাবিবুর রহমান, নাপিতখালী বিট কমকতা আজমল হোসেন, মেধাকচ্ছপিয়া বিট কমকতা সৈয়দ আবু জাকারিয়া সহ সংশ্লিষ্ট বনবিটের বনপ্রহরী, হেডম্যান, ভিলেজারগণ।

অভিযান বিষয়ে ফুলছড়ি রেন্জ কর্মকর্তার সাথে কথা হলে তিনি অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, এ অভিযানটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পযন্ত চলে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাথে পোকখালী যুব উন্নয়ন সংগঠনের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার অনন্য সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/