সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামাবাদে বন্য হাতির আক্রমণে বসতবাড়ী ভাংচুর : নারীসহ আহত ৩

ইসলামাবাদে বন্য হাতির আক্রমণে বসতবাড়ী ভাংচুর : নারীসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ইসলামাবাদে দুই দফে পাগলা হাতির আক্রমনে ৪/৫ টি বসতবাড়ী ভাংচুর ও নারীসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়ায় ৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক দেড় টায় হাতি লোকালয়ে এসে হামলা চালায় বাড়ী ঘরে। ৩/৪টি মাটির ঘর ভেঙ্গে তছনছ করে দেয়। এতে সৈয়দা মোস্তফাসহ তার ছেলে আহত হন।

তবে মহিলার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তিনদিন পর ফের ১০ ফেব্রুয়ারী রাত দশটায় ঐ পাগলা হাতি হামলা চালিয়ে আরো এক বসতবাড়ী ভাংচুর করে। এতে বাবুলের পূত্র আহত হন বলে মেম্বার জানান। বার বার হাতির হামলায় জনমনে চরম আতংক বিরাজ করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন সচেতন এলাকাবাসী। স্থানীয় মেম্বার সিরাজুল হক উপরোক্ত তথ্যা বলীর সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও-জালালাবাদ-পোকখালীর যোগাযোগ বন্ধ : পানি কমাতে ক্ষতচিহ্ন ভেসে উঠছে

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজীপাড়ায় মঞ্জুর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/